ASANSOL

ইউপিএসসিতে দেশের প্রথম, সিঞ্চনস্নিগ্ধ অধিকারীকে সম্বর্ধনা আসানসোল মেরিনার্স”র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল সার্ভিস ( আইএসএস) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থানাধিকারী আসানসোলের ইসমাইলের বাসিন্দা সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। ২৫ ডিসেম্বর বড়দিনে তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানালো ” আসানসোল মেরিনার্স “। সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর বাবা, মা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই সংগঠনের সদস্যরা তাকে সম্মান জানান।


সংগঠনের তরফে বলা হয়েছে , তোমার এই সাফল্যে আমরা আসানসোল মেরিনার্স পরিবার তথা আসানসোলবাসী হিসেবে গর্বিত এবং আনন্দিত। জীবনের একটি গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করে এক সম্ভাবনার দ্বারদেশে উপনীত হয়েছো। এখান থেকে শুরু হবে তোমার এক নতুন যাত্রা। তোমার আগামী দিনে যাত্রা পথ কুসুমাস্তীর্ণ হোক এই কামনা রইলো। তোমাকে আমাদের সকলের পক্ষ থেকে অকৃত্রিম ভালবাসা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *