রাজ্য বিধানসভার তরফে আসানসোল ডিভিশন ডিআরইউসিসির সদস্য মনোনীত বারাবনির বিধায়ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যেপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটিতে (ডিআরইউসিসি) রাজ্য বিধানসভার সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে। পূর্ব রেলওয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার তথা জেডআরইউসিসি জোনাল রেলওয়ে ইউজার্স কলসালটেটিভ কমিটি) সেক্রেটারি বেদ প্রকাশ বিধান উপাধ্যায়কে একটি চিঠি লিখে জানিয়েছেন যে রাজ্য বিধানসভার ওএসডি আসানসোল ডিভিশন ডিআরইউসিসির সদস্য হিসাবে অন্তর্ভুক্তির জন্য তার নাম পাঠিয়েছেন।




সেই মতো পূর্ব রেলের তরফে তার নাম অনুমোদিত হয়েছে। আসানসোল ডিভিশনের এই কমিটির মেয়াদ ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ১৫ আগস্ট পর্যন্ত। পদাধিকারবলে আসানসোল ডিভিশনের এই কমিটির চেয়ারম্যান আসানসোলের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।