অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের আসানসোল শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ অখিল ভারতীর স্বর্ণকার সংঘের আসানসোল শাখার উদ্যোগে রবিবার আসানসোলের ঘাঁটি গলির জাগরণ ক্লাবে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই শিবির হয়।সাংবাদিকদের এই বিষয়ে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ধনঞ্জয় দে বলেন, এই প্রথম বার সংগঠনের তরফে এদিন এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শতাধিক মানুষকে ঐ বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।




পাশাপাশি শিবিরে বিনামূল্যে ইসিজি ব্লাড সুগার ও ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু মাত্র অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের আসানসোল শাখার সদস্যদেরই নয়, অন্যান্য মানুষেরও এই শিবিরে স্বাস্থ্যও পরীক্ষা করা হয়েছে। এর আগে সংগঠনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। এদিন অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের আসানসোল শাখার সম্পাদক লাল্টু দে, সভাপতি অমিতাভ দাস সহ সদস্যরা।
- Asansol : में भारत विरोधी नारेबाजी ? विवाद, भाजपा और मुस्लिम समुदाय आमने-सामने
- SAIL ISP में सप्लाइ चैन मैनेजमेंट पर नेशनल सेमिनार
- SAIL 55 GM बने CGM, ISP के 3, DSP के 6
- Asansol : वक्फ संशोधन कानून के खिलाफ प्रदर्शन, मुस्लिम संपत्तियों को हड़पने की साज़िश : कासमी
- জঙ্গি হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল