আবার ডাকাতির ছক ভেস্তে দিলেন মেঘনাথ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল : এবার অন্ডালে গিয়েও একের পর এক সাফল্য পাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মেঘনাদ মন্ডল। এবার আবারো ডাকাত দলের ডাকাতির পরিকল্পনা করার আগেই সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে নগদ প্রায় কুড়ি লক্ষ টাকা ও ডাকাতির জন্য ব্যবহার করা বিভিন্ন সামগ্রী সহ চার ব্যাক্তিকে অন্ডাল এয়ারপোর্ট থেকে অন্ডাল থানার পুলিশ এর বিশেষ দল, অন্ডালের ওসি মেঘনাথ মন্ডলের নেতৃত্বে অতর্কিতে হানা দিয়ে তাদের কাছে থাকা নগদ প্রায় ২০ লক্ষ টাকা সহ সকল সামগ্রী উদ্ধার করে।




সোমবার দুপুরে এই দুষ্কৃতি দল অন্ডাল এয়ারপোর্টে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য উপস্থিত হলেই পুলিশ আগেভাগেই তাদের সংগঠিত হওয়ার বিষয়টি জানতে পেরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও ডাকাতির জন্য ব্যবহারের বিভিন্ন সামগ্রী তাদের আসবাব থেকে উদ্ধার করে। জানা গেছে দ্বিতীয় চার যুবক এর একজনের বাড়ি বীরভূমে যে এই দলের মূল পান্ডা বলেই মনে করছে পুলিশ প্রশাসন। এ মুহূর্তে বছর 25 এর সাগর যাদবের নামই প্রকাশ্যে এসেছে বাকিদের জিজ্ঞাসাবাদ করে আরো অন্য সকল তথ্য সংগ্রহ করা হচ্ছে। জানা গেছে বাকি আরো তিনজন অন্ডালের বাসিন্দা রয়েছে। তারা কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছিল তা নিয়ে চলছে জোড় খোঁজ তল্লাশি।
উল্লেখ্য ৯ জুন রানীগঞ্জের সেনকো গোল্ড এর ডাকাতির ঘটনায় এই পুলিশ অফিসার মেঘনাদ মন্ডল একাই ৭ জন দুষ্কৃতির সঙ্গে গুলির লড়াই করে এক দুষ্কৃতীকে ঘটনাস্থলে ঘায়েল করে, পরবর্তীতে এই ডাকাত দলের ৫ দুষ্কৃতিকে ধরতে সক্ষম হয় পুলিশ। এবার আবারো ডাকাত দলের ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে অন্ডাল থানার বুকে নজির গড়লো মেঘনাথ।