গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য ডুবুডিহ চেকপোস্টে করা হবে অস্থায়ী ধর্মশালা,পরিদর্শন করলেন মেয়র
বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোল : ( Asansol News Today ) পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডকে সংযুক্তকারী রাজ্য সীমান্ত,
বৃহস্পতিবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র ওয়াসিম উল হক যৌথভাবে ডিবুডিহ চেকপোস্ট পরিদর্শন করলেন, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসন্ন গঙ্গা সাগর মেলার কথা মাথায় রেখে যাত্রী এবং ভক্তদের জন্যে অস্থায়ী ধর্মশালা তৈরি করা হবে ।
এই বিষয় নিয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, গঙ্গাসাগর মেলায় সারাদেশ থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এর মধ্যে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা ডিবুডিহ চেকপোস্টে একটি অস্থায়ী ধর্মশালাও তৈরি করা হচ্ছে, যেখানে ভক্তদের পরিষেবার জন্য টয়লেট, চিকিৎসা পরিষেবা, পানীয় জল এবং রাত্রি বিশ্রাম সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা পাওয়া যাবে। যাত্রী ও ভক্তরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন সেজন্য স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে।এদিনে মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও কুলটি বোরো সভাপতি ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।