ASANSOL

ICSE : দেশের‌ দ্বিতীয় স্থানাধিকারীর বাড়িতে আসানসোলের পুর চেয়ারম্যান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বাসিন্দা অভিষেক কুমার সিঙ্গানিয়া আইসিএসইর দশম শ্রেণীর পরীক্ষায় সারা দেশের দ্বিতীয় স্থান অর্জন করেছে। একইসঙ্গে সে বাংলার প্রথম হয়েছে। তার এই সাফল্য অবশ্যই শহরের নাম উজ্জ্বল করেছে ।‌
সোমবার আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোলের রাহালেনের তার বাড়ি যান। তিনি পুষ্পস্তবক দিয়ে তাঁকে সম্বর্ধনাও জানান ।‌


পরে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, অভিষেক সিঙ্গানিয়া যেভাবে আসানসোল শহরের নাম উজ্জ্বল করেছে, তাতে সে ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।চেয়ারম্যান আরো বলেন, আমি তাকে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে অভিনন্দন জানাতে এসেছি৷ আসানসোল পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ গোটা আসানসোল পুরনিগম তার পরিবারের পাশে রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন যে, অভিষেক সিঙ্গানিয়ার আগামী দিনে উচ্চশিক্ষা করার জন্য যে ধরনের সাহায্যের প্রয়োজন হবে, পুরনিগম সম্পূর্ণরূপে তা করার জন্য প্রস্তুত রয়েছে।

Leave a Reply