বার্নপুরে মিনিবাস থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার রানিগঞ্জের যুবক
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ নতুন বছরের একেবারে প্রথম দিন সন্ধ্যায় আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশের সাফল্য। বুধবার সন্ধ্যায় হিরাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল থেকে বার্নপুরের দিকে আসা একটি মিনিবাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে। আসানসোলের রানিগঞ্জ থানার শিয়ারসোল রাজবাড়ির ধর্মতলার বাসিন্দা বছর ৩৭ র ধৃত যুবকের নাম সোমনাথ দাস ওরফে দুখু।




জানা গেছে, বুধবার সন্ধ্যেবেলায় হিরাপুর থানার এসআই রাজেশ ভট্টাচার্য গোপন সূত্রে খবর পান যে, আসানসোল থেকে একটি মিনিবাস বার্নপুরের দিকে আসছে। সেই বাসে এক যুবক আছে। তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে হিরাপুর থানার ওসি তন্ময় রায়কে জানান। এরপর তার নির্দেশ অনুসারেএসআই রাজেশ ভট্টাচার্য এসআই অঞ্জন মন্ডল ও এসআই শুভাশীষ বন্দোপাধ্যায় সহ পুলিশের একটি টিম সঙ্গে সঙ্গে সেই বাসটি ধরতে রওনা হন। বাসটি চিত্রা মোড়ের কাছে পৌঁছালে পুলিশ অফিসাররা বাসটি থামান। তল্লাশি করে সোমনাথ দাস ওরফে দুখু নামে ঐ যুবককে চিহ্নিত করে ধরা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পরে, তাকে হিরাপুর থানায় নিয়ে আসা হয়।
ধৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে পাঠানো হয়। বিচারক ধৃতর জামিন নাকচ করে সাতদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, কি কারণে ঐ যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বার্নপুরে আসছিলো, তা তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে।