রাবনির রেলওয়ে সাইডিংয়ে সিটুর বিক্ষোভ, গণডেপুটেশন
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ সিটুর বারাবনি সমন্বয় কমিটির ডাকে শুক্রবার বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা আইসিএমএলের বারাবনি রেলওয়ে কয়লা সাইডিংয়ে বিক্ষোভ দেখানো হয়। তার সঙ্গে হয়েছে গণডেপুটেশনও।
জানা গেছে, ২০০৬ সালে আইসিএমএলের পক্ষ থেকে ৪৩ জনকে আইসিএমএল লিঙ্করোড দেখাশোনার জন্য রাখা হয়েছিল। বেশ কয়েক বছর ধরে কাজ করার পরে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে তাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় বেতনও। তারপর থেকে তারা বিভিন্ন জায়গায় দরবার করেছেন। আন্দোলন করা হয়েছে। কিন্তু কোন সূরাহা হয়নি। তাই এদিন সিটু বারাবনি সমন্বয় কমিটির ডাকে বিক্ষোভ দেখানো হয়।
এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিএম নেতা কমরেড পার্থ মুখোপাধ্যায়, মনোজ দত্ত, প্রিয়ব্রত সরকার, কল্যাণ সিং, দীপক শর্মা, তপন দাস সহ অন্যান্যরা।