বালির গাড়ির কারণে অতিষ্ট এলাকাবাসী, রাস্তায় জল স্প্রে ও গতি নিয়ন্ত্রনের দাবীতে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি/ সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর :– রাস্তায় জল স্প্রে ও বেপরোয়া ভাবে ইসিএলের বালি বোঝায় গাড়ির চলে চলের প্রতিবাদে ইসিএলের বালি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ স্থানীয়দের।
শুক্রবার পাণ্ডবেশ্বরের ডালুরবাধ চার নম্বর এলাকার স্থানীয় মানুষজন ইসিএলের বালি বোঝায় ডাম্পার আটকে দেয় । স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে ইসিএলের বালি বোঝায় গাড়িগুলি দ্রুত গতিতে পারাপার করছে । যার জন্য ঘটতে পারে দুর্ঘটনা। এছাড়াও বালি বোঝায় ডাম্পার গুলির কারণে রাস্তায় মধ্যে জমছে বালি যার জেরে ওই এলাকার দোকানপাট সহ ব্যবসায়ীরা পড়েছেন বিপদে। এছাড়াও রাস্তার ধুলো আটকাতে নেই জল স্প্রের ব্যবস্থা।
ধুলোর কারণে নাজেহাল অবস্থা এলাকার বাসীদের। তাই তারা এদিন ইসিএলের বালির আটকে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দা ঋদ্ধি মুখার্জি বলেন, যে নিয়মিত ওই রাস্তায় জল দিতে হবে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে । প্রায় দেড় ঘন্টা ইসিএলের বালি বোঝাই ডাম্পারগুলিকে আটকে রাখে স্থানীয়রা। ইসিএলের কর্তৃপক্ষের আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা।