জামুরিয়া থানার পুলিশ ১০০ গ্রাম হেরোইন সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ ১০০ গ্রাম হেরোইন সহ ২ ব্যক্তির গ্রেফতার করে তাদের আসানসোল জেলা আদালতে তুলল। পরে বিচারক ধৃতদের আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ধৃতরা হল বছর ৪৭ এর আসানসোল হটেন রোডের বাসিন্দা, তোকির খান ও বছর ৪২ এর জামুড়িয়ার নীঘার বাসিন্দা চন্দন সাউ। ধৃতদের কাছে পুলিশ নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অতর্কিত অভিযান চালিয়ে জামুরিয়া থানার চাঁদা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের বাইপাসে জামুরিয়া থানার, শ্রীপুর ফাঁড়ির আই সি মেহেরাজ আনসারি ব্যাপক সংখ্যায় পুলিশ প্রশাসন কে সঙ্গে নিয়ে জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ সিং ঠাকুর, গেজেটেড অফিসারের সঙ্গে এই তল্লাশি চালিয়ে, দুর্গাপুর থেকে আসানসোল অভিমুখে যাওয়া ওই বাইকের সিটের নিচে লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
একই সাথে তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল, একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে। আগামীতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সম্পর্কে আরো সব তথ্য সংগ্রহ করবে বলেই জানা গেছে। প্রশাসনিক সূত্রে জানা যায় এটি একটি আন্তর্জেলা হেরোইন পাচার চক্র, যা কোথা থেকে সঞ্চালিত হচ্ছে ও কোন কোন জায়গায় এই মারন মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে, সে সকল বিষয়েরও খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এই প্রথমবার ১০০ গ্রামের মতো হেরোইন ধরা পড়ায় স্বভাবতই পাচার চক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। মনে করা হচ্ছে এই মাদক কয়েক লক্ষ টাকা মূল্যের হতে পারে।