BARABANI-SALANPUR-CHITTARANJAN

কোলিয়ারিতে কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখালো আইএনটিটিইউসি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডাবর কোলিয়ারিতে কাজ বন্ধ করে ম্যানেজার কে ঘিরে বিক্ষোভ দেখালো আইএনটিটিইউসির কেকেএস সি শ্রমিক সংগঠনের নেতা ও খনি শ্রমিকেরা এদিন তারা বৃহস্পতিবার প্রায়ই সকাল থেকেই ডাবর কোলিয়ারির খনির সমস্ত উৎপাদনের কাজ বন্ধ করে দেন তাদের দাবি তাদের কোন কাজের প্রমোশন দেওয়া হচ্ছে না, এরিয়া হয়ছে কিন্তু তাও দেওয়া হচ্ছে না,অনেক শ্রমিক যারা অন্যান্য শ্রমিক রয়েছে তাদের কোন রবিবার দেওয়া হচ্ছেনা।অন্যান্য কলিয়ারিতে যারা গেছে তাদের Sunday দেওয়া হচ্ছে কেবল মাত্র সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারীতে দেওয়া হচ্ছেনা। তাছাড়া কর্মরত শ্রমিকদের মেডিকেল করাতে যেতে হলে কোন অ্যাম্বুলেন্স দেওয়া হয় না ,পাবলিক বাসে করে ডিউটি সময় যেতে হয় ।


নতুন মেশিন থাকা সত্বেও পুরনো মেশিন দিয়ে কাজ করানো হয়।যার কারণে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।যেসকল স্টোর ট্রাক রয়েছে সেগুলি কোন মেন্টেনেনস করা হচ্ছেনা । একই সাথে ই সি এল এর কর্মরত শ্রমিকদের দিয়ে পঞ্চায়েত ভোটের কাজ করানো হলেও সেই টাকা এখনও তাদের দেওয়া হয়নি। এদিন শ্রমিক সংঘটনের নেতা আইএনটিটিইউসির কেকেএস সি দীনেশ লাল শ্রীবাস্তব জানান বিগত দীর্ঘদিন ধরে এখানকার কর্মরত শ্রমিকদের যেসকল দাবি তা মানা হচ্ছে না যার কারণে আজ তারা বাধ্য হয়ে কলিয়ারির উৎপাদন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়।

Leave a Reply