কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : মানব শরীরের কঙ্কাল উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য । রবিবার সকালে কঙ্কালটি উদ্ধার হয় দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার গোগলা গ্রামের হনুমান মন্দিরের পেছনে । কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।
তিন দিন আগে পাণ্ডবেশ্বর থানার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় মানব শরীরের একটি পায়ের হাড় উদ্ধার হয় । হাড়টি কার সেই রহস্য উদঘাটন এখনও হয়নি । এরই মধ্যে রবিবার সকালে উদ্ধার হল একটি মানব শরীরের কঙ্কাল । কঙ্কালটি উদ্ধার হয় দুর্গাপুর ফরিদপুর থানারোগলা পঞ্চায়েতের হনুমান মন্দির সংলগ্ন এলাকা থেকে ।
স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় থানাতে । কঙ্কালটি মানব শরীরের বলেই ধারণা প্রত্যক্ষদর্শীদের । স্থানীয় সূত্রে জানা গেছে গোগলার বনগ্রাম বাগদি পাড়া এলাকার এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন, তার খোঁজ এখনো পাওয়া যায়নি । এদিন উদ্ধার হওয়া কঙ্কালটি তার কিনা সে নিয়ে ছড়িয়েছে জল্পনা ।