দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো রানীগঞ্জ থানার পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ, পরপর দু দফায় গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক ডাকাতির পরিকল্পনা করা দুষ্কৃতী দলের চার, চার জনকে, পরপর দুই পৃথক দিনে দুষ্কৃতীমূলক ঘটনা ঘটানোর আগেই অতর্কিতে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতী দলের চারজন চারজন করে দুষ্কৃতিকে বিভিন্ন অপরাধ করার আগ্নেয়াস্ত্র সহ অন্য অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করলো রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে গঠিত বিশেষ নজরদারি চালানো পুলিশ দল। যার প্রথমটিত সংগঠিত হচ্ছিল রানীগঞ্জ থানা এলাকার, কুমোর বাজার ও বক্তানগর যাওয়ার রাস্তায় এইচপি গ্যাস গোডাউনের পাশের জঙ্গলে যেখানে বাইরের থেকে আসা ২ দুষ্কৃতির সাথে স্থানীয় এলাকার দুই দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র লোহার রড লাইলন দড়ি সঙ্গে নিয়ে দুষ্কৃতিমূলক ঘটনা ঘটানোর জন্য জড়ো হয় সে সময় পুলিশ সেই খবর পেয়ে অতর্কিতে অভিযান চালিয়ে সেই জঙ্গল এলাকায় আগ্নেয়াস্ত্র ও ধারালো ভজালি সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করে যার মধ্যে রয়েছে পড়াশিয়া কুলিয়ারী এলাকার বাসিন্দা বছর বাইশের দেবেন ভূঁইয়া, বছর ত্রিশের বিহারের মধুবনী জেলার হরিপুর কাজীয়ারের মোহাম্মদ আকতার রেইন, কুমোর বাজারের বাসিন্দা বছর 24 এর বিবেক ও রানীগঞ্জের শহীদ নগরের বাসিন্দা বছর একুশের দানিস আনসারীকে পুলিশ একটি আগ্নেয়াস্ত এক রাউন্ড তাজা কার্তুজ একটি ধারালো ভোজালি লোহার রড লাইলনের দড়ি সহ গ্রেফতার করে।




তাদের চৌঠা জানুয়ারি গ্রেপ্তারের পর পাঁচই জানুয়ারি তাদের আদালতে হাজির করে পুলিশ। সেখানেই ওপর এক ডাকাতির পরিকল্পনা করা ৪ ডাকাত দলকে বিভিন্ন অস্ত্রশস্ত্র ও দুষ্কৃতীমূলক ঘটনা ঘটানোর সামগ্রী সহ গ্রেপ্তার করা হয় রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকার পেপার মিল সংলগ্ন জঙ্গলের দামোদর নদীর চরে। জানা গেছে ধৃতদের কাছে পুলিশ লোহার টেন্সার ব্লেড, স্টিলের লাঠি, রড, দড়ি ও ধারালো চুরি উদ্ধার করে। ধৃতরা হল বছর ১৯ এর বল্লভপুরের বাসিন্দা রঞ্জিত বাল্মিকী, বছর ত্রিশের বল্লভপুর রঘুনাথ চকের বাসিন্দা মঙ্গল বাউরি বছর ২৮ এর নেপালি পাড়ার বাসিন্দা, আকাশ বাল্মিকী ও বছর তিরিশের বেলুনিয়ার বাসিন্দা গৌড় গোফ কে গ্রেফতার করে। ধৃতদের সকলকেই সোমবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা করার অভিযোগে অভিযোগ দায়ের করেছে।