ASANSOLKULTI-BARAKAR

জমির দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা, প্রকাশ্য চলল লাঠি, গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ, ভাইরাল সিসিটিভি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি থানার লালবাজার এলাকার বিজেপির কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ কুলটি থানার অন্তর্গত কেন্দুয়া বাজার সংলগ্ন ইটাভাটা এলাকায় এলাকার কয়েকজন ওই সরকারি জমি দখল করতে যায়।তাদের সমর্থনে আসানসোল পৌরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা ছিলেন বলে অভিযোগ গ্রামবাসীদের।গ্রামবাসীদের উপর লাঠি নিয়ে চড়াও হয় অভিযোগ সিসিটিভিতে বিজেপি কাউন্সিলর লালন মেহেরাকে লাঠি হাতে দেখা গিয়েছিল।

স্থানীয়দের অভিযোগ লালন মেহেরা ও তার অনুগামী কয়েকজন মিলে তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায়।ঘটনায় দু পক্ষ নিয়ে বেশ কয়েকজন আহত হয়।খবর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ঘটনার প্রতিবাদে উল্টো থানায় বিক্ষোভ দেখায় ঐ এলাকার মানুষেরা।যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলার লালন মেহেরা। এই ঘটনায় কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন সরকারি জমি যদি কেউ দখল করতে যায় সেটি সম্পূর্ণভাবে বেআইনি অপরদিকে ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরকে লাঠি উঁচিয়ে একটা ভিডিও ফুটেছে দেখলাম আমি তাজ্জব হয়ে গেলাম আমি বলব এটা উত্তর প্রদেশ বিহার নয় এটা পশ্চিমবঙ্গ এখানে মা মাটি মানুষের সরকার।আমি দলীয়ভাবে পুলিশকে অনুরোধ করেছি এই ঘটনা তদন্ত করে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে কোন রং দেখা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *