সেলাইন কাণ্ড নিয়ে বিক্ষোভ পথ অবরোধ বামেদের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :: মেদিনীপুর সদর হাসপাতালে জাল সেলাইনের প্রয়োগের প্রভাবে প্রসুতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে, রবিবার রাণীগঞ্জ ও জামুরিয়ায় হল প্রতিবাদী মিছিল সহযোগে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি। এদিন দুপুরে রানীগঞ্জের সিপিআইএমের মহিলা সমিতি ও ডিওয়াইএফআই রানীগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে রানীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয় । পরে এই বিক্ষোভ শেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দুই সংগঠনের নেতৃস্থানীয়দের সাথে কর্মী সমর্থকরা। অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ থেকে আওয়াজ ওঠে এই দুর্নীতিপরায়ন সরকারের বিদায় না হওয়া পর্যন্ত এ লড়াই তারা চালিয়ে যাবে।




এদিনের রানীগঞ্জের এই কর্মসূচির নেতৃত্ব দেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, হেমন্ত প্রভাকর, দিব্যেন্দু মুখার্জী, কৃষ্ণা দাশগুপ্ত, গৌরব ধল্ল। সেখানেই রবিবার দুপুরে জামুরিয়ার নন্দী মোড়ের সামনে পথ অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হাসপাতালে সেই জাল সেলাইনের ফলে প্রস্তুতি মৃত্যু ও প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের ও মহিলাদের ওপর পুলিশের জুলুমবাজির বিরোধিতা করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জামুরিয়া শাখা। যেখানে এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন বুদ্ধদেব রজক, মমতা দত্ত, করুণা রুইদাস, মহেন্দ্র গোপ, সঙ্গীতা কড়া, রাখি কবি, রচনা দাস প্রমূখ।