West Bengal

জয়দেব – কেন্দুলীর অজয় নদের জলে পুণ্য স্নানে গিয়ে তলিয়ে গেল 2 কিশোর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : জয়দেব কেন্দুলীর অজয় নদে মঙ্গলবার মকরে পূর্ণস্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল 2 কিশোর। দীর্ঘক্ষণ খোজ তল্লাশির পরেও মিলল না খোঁজ। এই ঘটনায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভে পূর্নাথীদের। তলিয়ে যাওয়া দুই যুবকের বছর 15 এর রাহুল রাই, ওবছর 17 শুভম মন্ডল।
তারা দুজনেই দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা। এদিন দুপুরে দুর্গাপুর থানার চাষীপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু কাকসার শিবপুরের অজয় নদে পুণ্য স্নানের জন্য যায়। পরে স্নানের জন্য জমা, প্যান্ট খুলে গামছা পরে নদে স্নান করতে নামে। আর এরপরই সাঁতার না জানায় অজয়ের জলে তলিয়ে যায়, দুই কিশোর। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে প্রশাসনের উদ্ধারকারী দল না পৌঁছানোই ক্ষোভে ফেটে পড়েন পূর্নাথীরা।


তলিয়ে যাওয়া কিশোরের এক বন্ধু দেবাশীষ সান্যাল  দাবি করে, আমাদের দামোদরে যাওয়ার কথা । তবে আমার বন্ধুরা বলি জয়দেবের মেলায় যাব। সেমতো আমরা জয়দেবের মেলায় যায়। তারপরেই আমাদের দুজন বন্ধু অজয়ের জলের স্নানে নামে। আর কয়েক মুহূর্তই তারা বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। আর আমরাও সাঁতার না জানাই ঝাপাতে পারিনি। তারই মধ্যে আমার দুই বন্ধু অজয়ের জলে তলিয়ে যায়। ঘটনা ঘটার দীর্ঘ  সময়ের অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজ 2  কিশোরের। তাদের খোঁজে তৎপর হয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *