ASANSOL

আসানসোল মেয়রকে স্মারকলিপি কংগ্রেসের, ২৬ জানুয়ারির পরে শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* একাধিক দাবিতে আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে একটি স্মারকলিপি দেওয়া হয়।  নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, ব্লক সভাপতি শাহ আলম খান, আসানসোল পুরনিগমের কাউন্সিলর এসএম মুস্তাফা সহ অন্য নেতৃবৃন্দ। কংগ্রেসের দেওয়া মেয়রকে দেওয়া স্মারক লিপিতে মুল দাবির মধ্যে ছিলো অবৈধ নির্মাণ ও বেআইনি ভাবে পুকুর ভরাট বন্ধ, শহরের ব্যস্ততম রাস্তার সংস্কার, জঞ্জাল ও আবর্জনা সাফাই ও জিটি রোডে যানজট সমস্যা।


দুই কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি ও শাহ আলম খান বলেন, এর আগে দলের তরফে মেয়রকে বেশ কিছু দিন আগে একাধিক দাবি সহ স্মারক লিপি দেওয়া হয়েছিলো। যার মধ্যে ছিলো অবৈধ নির্মাণ, বেআইনি ভাবে পুকুর ভরাট, অবৈধ পাথর খাদানের কারবার ও রাস্তাঘাটের সংস্কার।  তখন মেয়র বিধান উপাধ্যায় দাবিগুলো নিয়ে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তারা বলেন, সেইসব দাবি নিয়ে তেমন কোন কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এইসব দাবিগুলো নিয়ে মেয়রকে আবারও অবহিত করা হলো। এর পাশাপাশি পুরনিগম এলাকার অনেক ওয়ার্ডে ভালো করে সাফাই করা হচ্ছে না। যারমধ্যে রয়েছে ৪৪, ৪৬ ও ৪৭ নং ওয়ার্ড। এছাড়াও বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর জন্য শহরের সব ব্যস্ততম রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়েছে। দূর্গাপুজোর আগে বলা হয়েছিলো যে এইসব রাস্তা সংস্কার করা হবে। কিন্তু এখনো কোনকিছু করা হয়নি। এছাড়াও শহরে যানজটের কারণে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এইসব বিষয় নিয়ে মেয়রকে আবারও বলা হয়েছে।


কংগ্রেসের স্মারক লিপি দেওয়া নিয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, তারা বেশ কয়েকটি সমস্যার কথা আমাকে বলেছেন। তারমধ্যে অবৈধ নির্মাণ ও বেআইনি পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ পাথর খাদানের বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। মেয়র আরো বলেন, সাফাইয়ে অনেক জোর দেওয়া হয়েছে। তারপরেও যখন অভিযোগ উঠছে, তখন গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। শহরের দুই প্রধান রাস্তা মেরামতের কাজের আগেই বরাত দেওয়া হয়েছে। তার মধ্যে এসবি গরাই রোডের কাজ দ্রুত শুরু করা হবে। হটন রোডের দায়িত্ব পাওয়া ঠিকাদার কাজ করতে পারেনি। তাকে শোকজ করে, কালো তালিকাভুক্ত করা হয়েছে। বিকল্প ঠিকাদার খোঁজা হচ্ছে। মেয়র বলেন, ২৬ জানুয়ারির পরে শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে একটা বৈঠক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *