আসানসোলে পথ দূর্ঘটনা অবরোধ বিক্ষোভে উত্তেজনা
আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে সকাল ও সন্ধ্যায় দুটি পথ দূর্ঘটনা, মৃত্যু এক বাইক আরোহীর, জখম তিন
বেঙ্গল মিরর, আসানসোল, চরণ মুখার্জী, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে কালিপাহাড়ি মোড়ের কাছে শুক্রবার সকাল ও সন্ধ্যায় দুটি পৃথক পথ দূর্ঘটনা ঘটলো। সকালের ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারায় মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। এই ঘটনায় আহত হয়েছেন বাইক চালক। জামুড়িয়ার খাসখেন্দার বাসিন্দা মৃত মোটরবাইক আরোহীর নাম মহাঋষি ত্রিবেদী ( ৩৭)।
অন্যদিকে, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১৯ নং জাতীয় সড়কে কালিপাহাড়ি মোড়ে সিগন্যাল ভেঙে একটি চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে একটি মোটরবাইক ও একটি সাইকেলে ধাক্কা মারে। এই ঘটনায় মোটরবাইক ও চালক অল্পবিস্তর আহত হন। ঘটনার পরে এলাকার বাসিন্দারা ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বিশাল বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দিলে, এক ঘন্টারও বেশি সময় পরে রাস্তা অবরোধ বিক্ষোভ উঠে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালেই আসানসোলের ছাতাপাথরের অদূরে কালিপাহাড়ি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরবাইক ডিভাইডারের ধাক্কা মারে। তাতে বাইকের পেছনে থাকা মহাঋষি ত্রিবেদী ও বাইক চালক সুমিত সিং এই ঘটনায় গুরুতর আহত হয়। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মহাঋষিকে মৃত বলে ঘোষণা করেন। আহ যুবককে আহত অবস্থায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক আছে বলে জানা গেছে।
অন্যদিকে, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি মোড়ের কাছে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেল চালক ও একটি মোটর বাইক চালককে ধাক্কা মারে। সাইকেল চালক ও মোটরবাইক চালক এই ঘটনায় অল্পবিস্তর আহত হয়। ঘটনায় আহতরা ব্যক্তি কালিপাহাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আর এই ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা আহতর ক্ষতিপূরণের দাবি জানিয়ে দীর্ঘ এক ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এই ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় আসেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (ট্রাফিক) প্রদীপ মন্ডল, ট্রাফিক ইন্সপেক্টর রানা অম্বিকা দত্ত, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, ট্রাফিক ওসি সঞ্জয় কুমার মন্ডল সহ পুলিশ আধিকারিকরা।
তারা এলাকায় পথ দূর্ঘটনা ঠেকাতে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাস্তা অবরোধ উঠে যায়। স্বাভাবিক হয় গোটা এলাকা। ১৯ নং জাতীয় সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, আসানসোল থেকে একটি চারচাকা গাড়ি কালিপাহাড়ি মোড়ে সিগন্যাল ভেঙে এগিয়ে গেলে এই ঘটনাটি ঘটেছে। গাড়ি সহ চালককে আটক করা হয়েছে।