বন দপ্তরের হানা, হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার দুই
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার চলবলপুর এলাকায় একটি ম্যারেজ হলে হানা দিয়ে সম্বর হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ পেলো বন দপ্তরের আসানসোল টেরিটোরিয়্যাল রেঞ্জের একটি দল। গ্রেফতার করা হয়েছে দুজনকে।
এই প্রসঙ্গে বন দপ্তরের আসানসোল টেরিটোরিয়্যাল রেঞ্জের রেঞ্জ অফিসার তমালিকা চন্দ শুক্রবার বলেন, বৃহস্পতিবার সকালে আমরা গোপন সূত্রে খবর পাই যে আসানসোলের কুলটি থানার চলবলপুর এলাকায় গীতাঞ্জলি ম্যারেজ হলে বেশ কয়েকজন আছেন। তাদের কাছে সম্বর হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ আছে। তারা এইসব জিনিস পাচার করার জন্য এনেছে। সেই মতে বন দপ্তরের একটি দল সেখানে হানা দেয়। তল্লাশিতে সেখান থেকে পাওয়া যায় সম্বর হরিণের ১১ টি শিং ও ৭টি পেঙ্গোলিনের আঁশ। গ্রেফতার করা হয় দুজনকে। ধৃত দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি। দুইজনেই ঝাড়খন্ডের বাসিন্দা।
তমালিকা দেবী আরো বলেন, এদিন দুজনকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ দুর্মূল্য। এইসব জিনিসের বাজারদর হয়না। কেননা, প্রাণীদেরকে মেরে পাচারকারীরা এইসব সংগ্রহ করেছে। এখন বন দপ্তর ধৃতদেরকে জেরা করে জানার চেষ্টা করছে, এইসব জিনিস পাচার চক্রের পেছনে কে বা কারা আছে।