পঞ্চায়েত কার্যালয়ের ভিতর ঠিকেদারের জন্মদিন পালন ?বিতর্ক
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : পঞ্চায়েত কার্যালয়ের ভিতর এক ঠিকাদারের জন্মদিন পালন করা নিয়ে তৈরি হল বিতর্ক । অন্ডাল ব্লকের উখরা পঞ্চায়েতের ঘটনা । কার্যালয়ের ভেতর ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দাই সরব হয়েছে বিরোধীরা । কিছুদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি পুলিশ স্টেশনে তৃণমূলের এক নেতার জন্মদিন পালন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক । রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আরো বেশ কিছু ঘটনার উদাহরণ রয়েছে । এবার একই চিত্র দেখা গেল অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে ।
সোমবার কার্যালয়ের ভিতর পালন করা হয় গৌতম সরকার নামে এক ঠিকাদারের জন্মদিন । কাটা হয় কেক করা হয় মিষ্টিমুখ । জন্মদিন পালনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল সহ অন্যরা । এই ঘটনায় ক্ষুব্ধ দলেরই একাংশ । ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দায় সরব হয়েছে তারা । এই ঘটনা প্রকাশ্যে আসতে সরব হয়েছে বিরোধীরাও । তাদের বক্তব্য এই ঘটনায় প্রমাণ হয় ঠিকাদারদের সাথে শাসক দলের জনপ্রতিনিধি ও নেতাদের গোপন যোগসাজশের ।