রানীগঞ্জে তার বাংলা মোড় এলাকায় মিনিবাসের ধাক্কায় মৃত্যু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : মঙ্গলবার বিকেলে রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কের তার বাংলা মোড় এলাকায় এক মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল বছর ৪২ এর গৌরব মোদি নামের রানীগঞ্জের তার বাংলার অশোকা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার হনুমান কলোনির বাসিন্দার। জানা গেছে এদিন ওই ব্যক্তি স্কুটি নিয়ে রাস্তা পারাপার করার সময় একটি রানীগঞ্জ থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া মিনি বাস তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনার খবর পেয়ে ঘটনার ফলে দ্রুত ট্রাফিক গার্ডের ওসি অনন্ত রায় ও রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সমাল দেয়। প্রশাসন দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে দেহটিকে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সেখানে যেদিন ঘাতক বাসটিকে পুলিশ বাজেয়াপ্ত করলেও গাড়ির চালক মানুষজনের ভিড়ে গা ঢাকা দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় । স্থানীয় বাসিন্দারা এদিন বেহাল রাস্তার কারণেই ও বেপরোয়া যান চলাচলের জন্য এ ধরনের ঘটনা বারংবার রানীগঞ্জ এলাকায় ঘটছে বলে দাবি করে। তারা বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বেহাল রাস্তাগুলিকে মেরামত করার দাবি জানাই।