BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে তৃণমূল কংগ্রেসের দীক্ষা কর্মী সভা

বেঙ্গল মিরর, কাজল মিত্র : মঙ্গলবার বিকেলে সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস শ্রমিক মঞ্চে  আয়োজিত হলো সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। “দীক্ষা” নামে এদিনের এই কর্মী সভাতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, সংগঠনের ব্লক সভানেত্রী অপর্ণা রায়  । এছাড়াও আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন সালানপুর তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ আরমান, সালানপুর তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং,কাল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এর নেতা মনোজ তেওয়ারি,
পঞ্চায়েত সমিতির সভাপতি
কৈলাশপাতি মন্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, চিত্তরঞ্জন ব্লক প্রেসিডেন্ট তাপস ব্যানার্জি ,সহ অনেকে।

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মকাণ্ড নিয়ে এদিন মহিলা কর্মীদের অবগত করা হয়। এই প্রকল্পগুলির সম্পর্কে খুঁটিনাটি তথ্য ও সাফল্যের কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয় কর্মীদের। অসীমা চক্রবর্তী বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মহিলাদের সম্মান ও অগ্রাধিকার দিয়ে থাকেন। বিভিন্ন বয়সী মহিলাদের জন্য তিনি একাধিক প্রকল্প রূপায়ণ করেছেন। এইসব প্রকল্পগুলির সুবিধা পৌঁছে গিয়েছে বাংলার প্রতিটি ঘরে ঘরে। দেশের অন্যান্য রাজ্য সরকারও এখন মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত প্রকল্প গুলি রুপায়ন করছে নিজেদের রাজ্যে । তাই প্রকল্পগুলি সম্পর্কে মহিলা কর্মীদের অবগত করা ও সাফল্যের কথা অন্যদের কাছে তুলে ধরতেই এদিনের কর্মীসভা বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *