টুরিস্ট বাসের সাথে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া: ঘন কুয়াশার জেরে দীঘা থেকে ফেরা টুরিস্ট বাসের সাথে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হল দুই বাসের চালক সহ প্রায় ছয় সাতজন বাসের যাত্রী। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানায় এলাকার কেন্দা ফাঁড়ি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের অধম বাবার আশ্রমের কাছে থাকা কাল ভাটে। ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ দীঘা থেকে বীরভূম যাওয়া একটি টুরিস্ট বাস আসার সময় হরিপুর থেকে জামুরিয়া যাওয়া একটি মিনিবাসের সামনাসামনি দ্রুত গতিতে এসে পড়ে, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে দুটি বাসে মুখোমুখি সংঘর্ষ হয়।
বিষয়টি লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা দ্রুত আহতদের পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। জানা গেছে শেষ সময়ই ওই কালভার্টের সামনে একটি মোটর বাইকও তাদের পেছন থেকে ধাক্কা মারে যদিও তার আঘাত সামান্যই লাগে। ইদানিং কয়লাঞ্চল শিল্পাঞ্চলে ঘন কুয়াশার প্রকোপ বেড়েছে যার ফলে দৃশ্যমান্যতার অভাবে গত কয়েকদিন ধরে দুর্ঘটনার ঘটনাও লাগাতার ঘটে চলেছে, এবারও সেই ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি করেছেন এলাকার বাসিন্দারা। এদিনের এই দুর্ঘটনা যে রে জাতীয় সড়কের দুই প্রান্ত অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশ পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি।