BARABANI-SALANPUR-CHITTARANJAN

একমাস আগেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইঞ্জিন উৎপাদন করে নজির সিএলডব্লুর

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য্য, আসানসোল : একমাস আগেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইঞ্জিন উৎপাদন করে নজির সিএলডব্লুর
। অর্থ বর্ষ শেষ হওয়ার একমাস আগেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করে গেল ভারতবর্ষের গর্ব চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। ‌ রেলবোর্ড চলতি আর্থিক বর্ষে ৫৪০ টি ইঞ্জিন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল সিএলডব্লু বা চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার জন্য। কিন্তু কর্মীদের দক্ষতা এবং সার্বিক ব্যবস্থাপনার ফলে ফেব্রুয়ারি মাসেই চিত্তরঞ্জন থেকে ৫৪৯টি বৈদ্যুতিক ইঞ্জিন উৎপাদিত হলো। এখনো মার্চ মাস হাতে আছে এই সংখ্যাকে আরও বৃদ্ধি করে নতুন রেকর্ড গড়ার জন্য। ‌

উল্লেখ্য গত ২০২২-২৩ অর্থবর্ষে এই কারখানা থেকে যেখানে ৩৭৪ টি ইঞ্জিন উৎপাদিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত, এবার সেখানে তার থেকে অনেকটাই বেশি ৫৪৯টি ইঞ্জিন উৎপাদিত হলো ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ‌ এই ইঞ্জিনের মধ্যে যেমন আছে অমৃত ভারত ট্রেনের জন্য পুশ-পুল পদ্ধতির উন্নত মানের ইঞ্জিন, তেমনই আছে বারো হাজার অশ্ব শক্তির সমমানের ইঞ্জিনও। এই জন্য রেল কারখানার জেনারেল ম্যানেজার হিতেন্দ্র মালহোত্রা সমগ্র কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply