আসানসোলে থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ যাওয়ার জন্য বিশেষ ট্রেনের আর্জি অগ্নিমিত্রা পালের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ১৪৪ বছর পরে যোগী রাজ্যের প্রশাগরাজে মহাকুম্ভ। সেখানে একবার স্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই কয়েক কোটি মানুষ গেছেন। অনেকেই যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ট্রেনের অভাবে তা সম্ভব হচ্ছে না। বিশেষ করে পশ্চিম বঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও তার আশপাশের এলাকায় লোকেদের সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি এই এলাকার মানুষদের কথা ভেবে আবারও আসানসোল থেকে প্রয়াগরাজে যাওয়ায় জন্য বিশেষ ট্রেন বা নিদেনপক্ষে কোন ট্রেনে অতিরিক্ত কামরা দেওয়ার জন্য আবারও কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আর্জি জানালেন আসানসোল দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্যের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।




শুক্রবার এক সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক বলেন, গত ২৬ ডিসেম্বর (২০২৪) আমি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটা চিঠি লিখেছিলাম। তাতে বলেছিলাম, ১৪৪ বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভ
হচ্ছে। তাতে অনেকেই সেখানে যেতে চাইছেন। কিন্তু ট্রেন না থাকায় তারা যেতে পারছেন না। বিশেষ করে এই আসানসোল থেকে। তাই আসানসোল থেকে সেখানে যাওয়ার জন্য একটা বিশেষ ট্রেন দেওয়া হোক। এদিন তিনি বলেন, এবার আমি আর্জি জানিয়েছি, নিদেনপক্ষে কোন ট্রেনে অতিরিক্ত কামরা দেওয়া হোক। যাতে এখানকার মানুষেরা একবারও সেখানে গিয়ে স্নান করতে পারেন। আমার আশা রেল মন্ত্রী কিছু একটা করবেন। তাও খুব দ্রুত।