কুলটি বোরো অফিসে বিরোধী দলনেত্রীর নেতৃত্বে বিক্ষোভ বিজেপির, পানীয়জলের দাবি
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের বিজেপির বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারির নেতৃত্বে শুক্রবার কুলটি বোরো অফিসে পানীয়জলের দাবিতে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। বোরো অফিসের সামনে ধর্নায় বসে পড়েন বিজেপির নেতা ও কর্মীরা। মেয়র বা পদাধিকারী কেউ না থাকায় বিজেপির তরফে দাবি সহ একটি স্মারকলিপি অফিসে জমা দেওয়া হয়। প্রথমে মিছিল ও পরে বিক্ষোভের এই কর্মসূচিতে চৈতালি তেওয়ারি ছাড়াও বিজেপি কাউন্সিলার গৌরব গুপ্ত, প্রাক্তন কাউন্সিলার, কর্মী ও সমর্থকরা ছিলেন।




এই প্রসঙ্গে, চৈতালি তেওয়ারি সাংবাদিকদের বলেন, কুলটিতে পানীয়জলের সমস্যা নতুন কিছু নয়। এর আগের পুর বোর্ড ৭০ শতাংশ পানীয়জলের সমস্যা দূর করেছে। কিন্তু কিছু সমস্যা এখনও রয়ে গেছে। কেন্দ্রের সরকার এই এলাকায় জলের সমস্যা সমাধানে টাকা দিচ্ছে। তারপরেও এখনও পর্যন্ত ৩০ শতাংশ পানীয়জল সমস্যার সমাধান হয়নি। তিনি আরো বলেন, এর পরেও যদি কুলটিতে পানীয়জলের সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে।
অন্যদিকে, আসানসোল পুরনিগমের তরফে চৈতালি তেওয়ারির অভিযোগ প্রসঙ্গে বলা হয়েছে, শুধু কুলটি পুর এলাকা নয়, আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডেরই পানীয়জলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।