কাঁকসায় গাড়ির চেসিস নম্বর বদলের সময় হাতেনাতে পাকড়াও তিন.
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুরের কাঁকসায় ভিন রাজ্যের গাড়ি চোরাই চক্রের হদিশ মিললো। সেই সূত্র ধরেই শুক্রবার বেআইনিভাবে গাড়ির চেসিস নম্বর পানচিং করে বদলানোর সময় কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়লো ৩ জন। ধৃত ৩ জনই পানাগড়ের বাসিন্দা বলে জানা গেছে। তাদের নাম হলো সনু জয়সওয়াল, অঙ্গত জয়সওয়াল,ও গৌতম কুমার। ধৃত ৩ জনকে শনিবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার বিকালে কাঁকসা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পানাগড় বাজারের বাইপাসের কাছে।সেখানে সেই সময় একটি ট্রাকের চেসিস নাম্বার বদলানোর কাজ চলছিল। একই নম্বরের দুটি ট্রাকের চেসিস নম্বর দেখতে পায় পুলিশ। এরপরই সেখান থেকে পুলিশ সনু জয়সওয়াল, অঙ্গত জওসওয়াল ও গৌতম কুমারকে হাতে নাতে ধরে। ধৃত তিনজনকে গ্রেফতার শনিবার সময় দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন নাকচ করে তিনদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ আটক করেছে চেসিস নম্বর বদল করা একটি ট্রাক। ধৃতদেরকে প্রাথমিক ভাবে জেরা করে জানতে পারে যে, ট্রাকটিকে বিহার থেকে আনা হয়েছিল।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এই ঘটনায় আরো কেউ যুক্ত থাকতে পারে। কেন না এটি একটি আন্তঃরাজ্য গাড়ি চোরাই চক্র। তাই ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ বলে জানা গেছে।