দুয়ারে সরকার শিবিরে পরিদর্শন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নান্দনিক হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ৩৭টি পরিষেবা নিয়ে অনুষ্ঠিত নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরের পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।সাথে শিবিরে আগত মানুষের সঙ্গে তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন।




এদিন তিনি জানান নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে।রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা পাচ্ছেল মানুষ।তাই তার মুখ্যমন্ত্রীর উপর আস্থা ভরসা রেখেছে।তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।