BARABANI-SALANPUR-CHITTARANJAN

ডায়মন্ড হারবারে বদলির নির্দেশ সালানপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সুব্রত শিটের

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য : । আসানসোল। গত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সম্প্রতি একজন মহিলা স্বাস্থ্য কর্মীকে হেনস্থা নিয়ে বিষয়টি আদালতে গড়িয়েছে। হঠাৎই বদলির নির্দেশ এলো সালানপুর ব্লক পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালের সেই বি এম ও এইচ  ডাক্তার সুব্রত শিটের।
সুব্রত শিটকে বদলি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সরিষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরিবর্তে সালানপুরে আসছেন কলকাতা স্বাস্থ্য ভবন থেকে বিএমওএইচ পদমর্যাদার মেডিক্যাল অফিসার চিকিৎসক বিনয় রায়।

উল্লেখ্য, ২০১৪’র শেষ দিক থেকে টানা সালানপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পদে দায়িত্ব পালন করছেন  তিনি। নানা সময়ে তাকে নিয়ে বিতর্ক উঠেছে। সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি প্রত্যেক সপ্তাহেই তিন দিনের বেশি এখানে থাকতেন না । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে একাধিক সংগঠন এর পক্ষ থেকেও তাকে নিয়ে অভিযোগ জমা পড়েছিল এবং বিভিন্ন সময় তদন্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *