RANIGANJ-JAMURIA

ইসিএলের 2 নিরাপত্তা রক্ষীকে আটক করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ইসিএল নিরাপত্তা রক্ষীদের গ্রামের মাঝে আটকে রেখে কয়লা খনির ভয়াবহ বিস্ফোরণের বিরুদ্ধে, বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটে বুধবার দুপুর দেড়টা নাগাদ রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের নারানকুঁড়ি মুচিপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুরে বাড়ির সদস্যরা যখন দুপুরের খাবার খেয়ে বাড়ির বাইরে বিশ্রাম নিচ্ছিল তখনই কয়লা খনির ভয়াবহ বিস্ফোরণের পর, তিনটি বৃহৎ আকারের পাথর এসে আছড়ে পড়ে তাদের বাড়ির সামনে ও সামনে থাকা ইটভাটায়। এই ঘটনাকে লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।

এর আগে প্রায় তিন থেকে চার দফায় ওই এলাকা থেকে বিস্ফোরণের বিরোধ করে, কয়লা খনিতে বিক্ষোভ দেখানো হয়, বেশ কয়েক দফায় ভয়াবহ বিস্ফোরণে বাড়িঘর ও ভাঙ্গে, আহত হয় অনেকে। আর তারপর দীর্ঘদিন ধরে বন্ধ থাকে ওসিপি, যদিও পরবর্তীতে গ্রামবাসীদের ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করে নিয়ন্ত্রণে রেখে বিস্ফোরণ করা হবে বলে, কয়লা খনি কর্তৃপক্ষ আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। আর এরপরই এবার আবারো জোরালো বিস্ফোরণে পাথর ছিটকে পড়ায় আতঙ্ক অনেকটাই বেড়েছে গ্রামবাসীদের মধ্যে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, তাই এ নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ না হলে তাদের সেই এলাকা থেকে পুনর্বাসন দিয়ে অন্যত্র সরিয়ে কয়লা খনিতে কয়লা কাটুক ইসিএল, বলেই দাবি করেছে তারা।

এদিন দুপুর ছাড়িয়ে বিকেল হয়ে পড়লেও ইসিএল এর নিরাপত্তা রক্ষীদের গ্রামবাসীরা পাউরুটি, মিষ্টি, বিস্কুট, জল খাইয়ে বোস করিয়ে রেখেই তারা তাদের বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ ই সি এল নিরাপত্তা রক্ষীরা বিস্ফোরণের ভয়াবহতা লক্ষ্য করার পর দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছিল, সে বিষয়টি লক্ষ্য করেই তারা ই সি এল এর ওই দুইজন নিরাপত্তারক্ষীকে গ্রামেরই এক প্রান্তে বোস করিয়ে রেখে, তারা এর প্রতিকার চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

এই বিষয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও বিক্ষোভকারীরা এই বিস্ফোরণ বন্ধ না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেই দাবি করে। অনেকেই দাবি করে মানুষজনদের নিরাপত্তা দিতে না পারলে খোলা মুখ কয়লা খনি বন্ধ করে দিক ইসিএল। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবী করেছে, বিষয়টিকে নিয়ে ইসিএল কর্তৃপক্ষ সঙ্গে বৈঠক করে এর সমাধান সূত্র বের করার উদ্যোগ নেবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *