আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি
সার্বিক পরিকাঠামো ও চিকিৎসা পরিসেবার উন্নতিতে ১২ দফা দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা হাসপাতালের সার্বিক পরিকাঠামো ও চিকিৎসা পরিসেবার উন্নতিতে ১২ দফা দাবি রাখলো চারটি বামপন্থী যুব সংগঠন, এসএইআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লুএ ও পিবিবিইউসের পশ্চিম বর্ধমান জেলা কমিটি। এদিন চারটি সংগঠনের পক্ষ থেকে সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে জমায়েত করেন। পরে জেলা সুপারিনটেন্ডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাসের কাছে ১২ দফা দাবির একটি স্মারকলিপি দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে ছিলেন ভিক্টর আচার্য, অতনু মুখোপাধ্যায় , সুজিত কুঁড়ি, শান্তি মজুমদার, সঞ্জয় প্রামাণিক সহ অন্যান্যরা।
চারটি সংগঠনের নেতৃত্বরা বলেন, এদিন যে ১২ দফা দাবির স্মারকলিপি দেওয়া হয়েছে তাতে জেলা হাসপাতালের শূন্য পদ পূরণ, যত তাড়াতাড়ি সম্ভব জেলা হাসপাতালের ট্রমা সেন্টার সম্পূর্ণরূপে চালু করার কথা আছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ডে রোগীদের স্বার্থে আরো কর্মী নিয়োগের দাবিও জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায়শই দেখা যায় হাসপাতালের এক বিভাগ থেকে অন্য বিভাগে রোগীদের নেওয়ার জন্য কোনও কর্মী নেই। তাই রোগীর আত্মীয়দের এই কাজ করতে হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই কাজের জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হোক। সব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক আনার দাবি করা হয়েছে।