দামোদর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* দামোদর নদী থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত
অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ব্যারাজে দামোদর নদীর বিসর্জন ঘাটের কাছে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরে তারা খবর দেন কোকওভেন থানায়। ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ।
তারা দেখেন, যে জায়গায় মৃতদেহটি পড়ে আছে, সেটি বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার। কোকওভেন থানার বড়জোড়া থানায় খবর দিলে পুলিশ আসে। বেশ কিছুক্ষনের চেষ্টায় দামোদর নদী থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়দের দিয়ে তা সনাক্তকরণ চেষ্টা করে পুলিশ। কেউ সনাক্ত করতে না পারায় মৃতদেহ বড়জোড়া থানার পুলিশ নিয়ে যায়।
উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পড়নে জ্যাকেটের সঙ্গে ছিলো জামাপ্যান্ট। কোন দুর্ঘটনায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে, না এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে তা জানতে মৃতদেহ ময়নাতদন্ত করে জানতে চাইছে বড়জোড়া থানার পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।