DURGAPUR

ডিপিএলে দূর্ঘটনায় মৃত ঠিকা কর্মীর পরিবারকে ক্ষতিপূরণের চেক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ায়ঃ চারদিন আগে গত রবিবার ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে ওয়াগনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিলো ঠিকা কর্মী পৃথো টুডুর। ঘটনার প্রথম দিন থেকেই মৃত পৃথো টুডুর পরিবারের পাশে দাঁড়িয়ে ছিল পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি। তখন মৃত পৃথো টুডুর পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়। শুক্রবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের টাউনশিপ স্টেট অফিসে মৃত পৃথো টুডুর পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ হিসেবে ১৩ লক্ষ টাকার চেক দেওয়া হলো। পরবর্তী সময়ে মৃত পৃথো টুড়ুর মেয়েকে খুব শীঘ্রই কাজ দেওয়ারও আশ্বাস দিয়েছে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কর্তৃপক্ষ।

এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কর্তৃপক্ষ ও জেলা আইএনটিটিউসির সভাপতি অভিজিৎ ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটারের সদস্য দীপঙ্কর লাহা ও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আইএনটিটইউসির শ্রমিক সংগঠনের সম্পাদক মৈনাক মজুমদার।


আইএনটিটিইউসি জেলা সভাপতি বলেন, আমরা সবসময় সংগঠনের সদস্যদের পাশে থাকি। ডিপিএলের ক্ষেত্রেও কোন অন্যথা হয়নি। আগে মৃত কর্মীর পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিলো। এদিন ১৩ লক্ষ টাকার চেক দিলো ডিপিএল কতৃপক্ষ। এর পাশাপাশি কতৃপক্ষ পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *