আসানসোলে তৃনমুল ছাত্র পরিষদের উদ্যোগে শ্রমিক কৃষক ভবনে রক্তদান শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল উত্তর ব্লক ১ ও ২ নং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রবিবার আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন শ্রমিক কৃষক ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখোপাধ্যায় সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা। এদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলনের পরে রক্তদান শিবির শুরু হয়।




এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের প্রতিটি শাখা সংগঠনের নেতা ও কর্মীরা মানুষের সুখ-দুঃখে সবসময় সাহায্য করার চেষ্টা করে, তাদের পাশে থাকার চেষ্টা করেন। তিনি আরো বলেন , রক্তদান শিবিরের মতো সামাজিক কাজ করার উদ্দেশ্যই হল রক্তের অভাব আছে, তা মেটানোর চেষ্টা করা। এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে উত্তর ব্লক ১ এবং ২ নং তৃণমূল ছাত্র পরিষদ। তিনি এর জন্য পশ্চিম জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন যে আজ যেভাবে তৃণমূলের সাথে যুক্ত প্রতিটি মানুষ সমাজের মানুষের সেবা করতে প্রস্তুত, সেই কারণেই বাংলার মানুষের আশীর্বাদ সর্বদা তৃণমূল কংগ্রেসের সাথে থাকে।