দুর্গাপুর মহিলা সমবায় ব্যাঙ্ক চেয়ারম্যান অসীমা চক্রবর্তী, ১৩ জনের কমিটি গঠন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর মহিলা সমবায় বা কো-অপারেটিভ ব্যাংকের কমিটি গঠন হলো সোমবার। দুর্গাপুর মহিলা সমবায় ব্যাংক পরিচালনার জন্য ১৩ জনের একটি কমিটি গঠন করা হয়। এদিন চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেন অসীমা চক্রবর্তী। কমিটির ভাইস চেয়ারম্যান হলেন শ্রীলেখা রায় সরকার। অন্যদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান প্যানেলে রীনা চৌধুরী, মুনমুন সরকার ও প্রতিমা বাউরি। কোষাধ্যক্ষ হয়েছে রজনী রমন।




আগামী পাঁচ বছর এই ১৩ জনের কমিটি এই ব্যাংকটি পরিচালনা করবেন। আগামী দিনে মহিলা কো-অপারেটিভ ব্যাংক আরো উন্নতি করবে বলে আশাবাদী ব্যাংক কর্তৃপক্ষ।
চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে অসীমা চক্রবর্তী খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, সরকারি গাইডলাইন মেনে যা কাজ করার, তা করবো।
প্রসঙ্গতঃ, কমিটির ১৩ জনের মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছেন। আর ১ জন হলেন সরকারের প্রতিনিধি।