মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে জেলায় অনুপস্থিত ৪৭৯ জন পরীক্ষার্থী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Paschim Bardhaman News ) রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ বা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫ ( Madhyamik Exam 2025 ) সালের মাধ্যমিক পরীক্ষা ২০২৫ সোমবার থেকে শুরু হলো। পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরে প্রথম দিনে ৪৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দুজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তারা আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষা দেয়। বোর্ডের তরফে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই ব্যবস্থা করা হয়েছিলো।
পশ্চিম বর্ধমান জেলায় এবছর সবমিলিয়ে মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
পরীক্ষা চলাকালীন সবকটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো।













পশ্চিম বর্ধমান জেলায় বোর্ড প্রতিনিধি রাজীব মুখোপাধ্যায় বলেন, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৯৯৮ জন। তারমধ্যে মেয়ে ১৭ হাজার ৩৬৫ জন এবং ছেলে ১৩ হাজার ৬৩৩ জন। এদিন পরীক্ষা দিয়েছেন ৩০ হাজার ৫১৯ জন। এদিন মেয়ে পরীক্ষার্থী ১৬ হাজার ৯৮৬ জন ও ছেলে পরীক্ষার্থী ১৩ হাজার ৫৩৩ জন পরীক্ষা দিয়েছেন। রাজীববাবু আরে বলেন, প্রথম দিন পশ্চিম বর্ধমান জেলায় মোট ৪৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তারমধ্যে ৩৭৯ জন মেয়ে ও ১০০ জন ছেলে পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন । আসানসোলের সেন্ট মেরি গোরেটি স্কুলের ছাত্রী অনুষ্কা কুমারী ভার্মা আসানসোল জেলা হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন। দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের ছাত্র বিশু পাহাড়ি বিধাননগরের দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষা দিয়েছেন ।
এদিকে, এদিন আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস ব্লক ১ র পক্ষ থেকে উমারানি গড়াই মহিলা কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল এবং পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ব্লকের সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। ব্লকের সহ-সভাপতি ভানু বোস সহ সব নেতৃত্বে এবং কর্মীরা স্কুলে উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি এদিন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।





