আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জামুড়িয়ার চাঁদায় ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে মঙ্গলবার ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বতী এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা শচীন রায়। এরপর পার্বতী এডুকেশনাল সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মিতা রায় এবং কার্যনির্বাহী পরিচালন কমিটির সদস্য গৌরব রায়ও বক্তব্য রাখেন ।




এই অনুষ্ঠানে আন্তর্জাতিক পাওয়ারলিফটার এবং কমনওয়েলথ স্বর্ণপদক বিজয়ী সীমা দত্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর এমএএমসি টাউনশিপ মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রতিযোগিতা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মার্চ পাস্ট হয়। স্কুলের ব্যান্ডের তরফে একটি অনুষ্ঠান হয়। স্কুলের প্রায় ৮৫০ জন পড়ুয়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ট্র্যাক এন্ড ফিল্ড, রিলে রেস, লং জাম্প এবং হাই জাম্প ছাড়াও বিভিন্ন দলগত খেলার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অভিভাবক এবং শিক্ষকদের একটি রিলে রেসের আয়োজন করা হয়েছিল। যাতে উৎসাহের সাথে সবাই অংশগ্রহণ করেছিলেন। উপস্থিত সব অতিথিরা শিশুদের প্রতিভা এবং খেলাধুলার প্রতি তাদের প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় নতুন উচ্চতা অর্জনের জন্য তাদের সাফল্য কামনা করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বিভিন্ন প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পড়ুয়াদেরকে পদক এবং ট্রফি দেওয়া হয়। এই প্রসঙ্গে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ রাজীব সাউ বলেন, আমরা স্কুলের ২৫তম বার্ষিকী উদযাপন করছি। স্কুল কতৃপক্ষ শিশুদের মধ্যে শিক্ষাগত উৎকর্ষতার পাশাপাশি ক্রীড়া এবং শৃঙ্খলার গুণাবলীও জাগিয়ে তুলতে চায়। এখানে অনুষ্ঠিত প্রতিযোগিতাগুলি কেবল প্রতিযোগিতা ছিল না। সেগুলি দলগত কাজ, সহনশীলতা এবং কখনও হাল ছেড়ে না দেওয়ার মনোভাবকেও প্রতিফলিত করে।