প্রয়াত মহাদেব মুখোপাধ্যায়ের ১৬ তম মৃত্যু বার্ষিকী, ২২ ফেব্রুয়ারি সাংস্কৃতিক উৎসব, রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ জনগণতান্ত্রিক আন্দোলনের নেতা মহাদেব মুখোপাধ্যায়ের স্মরণে তার ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ২২ ফেব্রুয়ারি সাংস্কৃতিক উৎসব, রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। একদিনের এই অনুষ্ঠানের উদ্যোক্তা মহাদেব মুখোপাধ্যায় জনকল্যাণ সমিতি। আসানসোলের বার্নপুর রোডের আসানসোল পুলিশ লাইন সংলগ্ন একটি হোটেলে রবিবার দুপুরে জনকল্যাণ সমিতির তরফে হওয়া এক সাংবাদিক সম্মেলনে প্রয়াত মহাদেব মুখোপাধ্যায়ের ছেলে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় এই ব্যাপারে বিস্তারিত জানান।




তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি শ্রীপল্লী এলাকায় মুখোপাধ্যায় বাসভবনে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং সাংস্কৃতিক উৎসব হবে। মৃত্যুঞ্জয়বাবু বলেন, গত ১৫ বছর প্রয়াত বাবার স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি। ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠানে শুরু হবে আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবির ও পুনরদৃষ্টি আই হসপিটালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের মধ্যে দিয়ে। আয়োজন করা হয়েছে কবি সম্মেলনেরও। এছাড়াও সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের বিভিন্ন বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, মহাদেব মুখোপাধ্যায় একটি নতুন সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আজীবন প্রচেষ্টা করেছিলেন। আজ যখন সুস্থ সংস্কৃতি পিছনে পড়ে যাচ্ছে, তখন এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যাতে আমরা আবার আমাদের শিকড়ের সাথে যুক্ত হতে পারি।