BARABANI-SALANPUR-CHITTARANJAN

সামডি পঞ্চায়েতের উদ্যোগে তিনটি Water cooler মেশিন উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– রবিবার সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত সামডি পঞ্চায়েতের উদ্যোগে তিনটি Water cooler মেশিন লাগানো হয়েছে ।যেগুলি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় মহাশয়। এদিন উদ্বোধনের পর মেয়র বিধান উপাধ্যায় বলেন যে সামডি পঞ্চায়েতের ফিফটিন ফিন্যান্স এর প্রায় ছয় লক্ষ টাকা ব্যয়ে তিনটি বিশুদ্ধ পানীয় জল মেসিন বসানো হল। যা এই জলের এটিএম মেশিন গুলি এলাকার মানুষের সুবিধার্থে বসানো হয়েছে। যেখানে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে। যেখানে বাজারে এক লিটার জলের দাম ১৫ থেকে ২০ টাকা সেখানে সাধারণ মানুষ নিখরচায় এই পানীয় জল পাবে

।এদিন সামডি পঞ্চায়েতের প্রধান অনামিকা মন্ডল জানান এলাকার মানুষের কথা ভেবে সামডি পঞ্চায়েত এর ফিফটিন ফিন্যান্স এর তহবিল থেকে তিনিটি মেশিন বসানো হয়েছে যার মধ্যে একটি সামডি বাথানপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ,একটি সামডি দুর্গমন্দির সংলগ্ন রাস্তার ধারে অপরটি মা মুক্তায় চণ্ডী কামিউনিটি হলে । একই সঙ্গে তিনি বলেন যে সামডি পঞ্চায়েত এও একটি ওয়াটার এটিএম মেশিন বসানোর কাজ চলছে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সামডি পঞ্চায়েত প্রধান অনামিকা মন্ডল , সমাজ সেবী ভোলা সিং , স্বপন উকিল সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *