DURGAPUR

অন্ডাল বিমাননগরীতে পরিকাঠামোগত সমস্যা, সাংসদ সঙ্গে বৈঠক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল বিমান নগরীর আভ্যন্তরীন পরিকাঠামোর রয়েছে বেশ কিছু সমস্যা। সেই পূরিকাঠামোগত সমস্যা নিয়ে সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারী হোটেলে বর্ধমান দুর্গাপুর সাংসদ কীর্তি আজাদের সাথে বৈঠক করলেন অন্ডাল বিমান নগরী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্যরা। মূলতঃ অন্ডাল বিমান নগরীর রাস্তা ঘাট, নালা সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে এদিনের বৈঠক হয় । যার মধ্যে স্ট্রিট লাইট বা পথবাতি, জল নিকাশী ব্যবস্থা , পরিবহন ব্যবস্থা , সিন্ডিকেট রাজের দৌরাত্ব ও অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর করা সহ একাধিক ইস্যু নিয়ে সাংসদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়।


বৈঠক শেষে সাংসদ কীর্তি আজাদ বলেন, ভালো বৈঠক হয়েছে। পানীয়জলের তেমন কোন সমস্যা নেই। তবে অন্য কিছু সমস্যা রয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা সমাধানে কি করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে। চেষ্টা করা হবে, যাতে পরিকাঠামো আরো ভালো করা যায়।
মূলতঃ অন্ডাল বিমান নগরীতে যারা জমি কিনেছেন , তাদের নিয়েই গঠিত হয়েছে এই এ্যাসোসিয়েশন।  এ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় পাল বলেন,  এই বৈঠক ফলপ্রসু হয়েছে। সাংসদকে সবকিছু বলা হয়েছে। তিনি তার মতো করে গোটা বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *