কারখানায় শ্রমিক মৃত্যু ঘিরে উত্তেজনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) রাণীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশড়া এলাকার, শ্রীরাম মাল্টিকাম নামের এক রডের গোডাউনে, রডের বান্ডিল ক্রেন থেকে আছড়ে পড়ে, প্রায় দু টন লোহার রিং এর নিচে চাপা পড়ে মর্মান্তিক পরিণতি হল বছর ৪২ এর পুরুলিয়ার হুড়া থানা এলাকার কুমড়াবাইদ গ্রামের বাসিন্দা সত্য দেব পতির। এই ঘটনাকে ঘিরে ওই গোডাউন কর্তৃপক্ষর গাফিলতির অভিযোগ এনে, কোনরূপ কোন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই, সকল শ্রমিকদের কাজ করানো হয়, এই দাবি করে শ্রমিকদের কোনরূপ কোন সুযোগ-সুবিধা না দিয়ে, জোরপূর্বক কম বেতনে কাজ করানো হয় বলেই অভিযোগ তোলে তারা।




স্থানীয় পাঞ্জাবী মোর ফাঁড়ির পুলিশ প্রশাসন ও এলাকার তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা এই ঘটনায় মালিক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছে। তাদের দাবি বারংবার এখানে দুর্ঘটনার ঘটনা ঘটলেও কোনরূপ কোন নিরাপত্তার ব্যবস্থা নেয় না গোডাউন কর্তৃপক্ষ। কয়েকবার শুধুমাত্র লোক দেখানো নিয়ম-কানুন দেখিয়ে, সমস্ত কিছু মেনে চলা হচ্ছে বলেই দাবি করে কারখানা কর্তৃপক্ষ বলেই অভিযোগ করে তারা। এ মুহূর্তে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ওই শ্রমিককে নিয়ে আসা হয়েছে। আর সেখানেই শ্রমিকেরা কাজ বন্ধ করে, অবিলম্বে নিরাপত্তার দাবি ও শ্রমিককের পোষ্যকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তোলে তারা।
যদিও এ বিষয়ে লোহার গোডাউনের মালিক উমেশ ডোকানিয়া এ মুহূর্তে ঘটনাস্থলে ও হাসপাতালের কাছে এসে পৌঁছে, দাবি করেছেন সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা তারা করে থাকেন,তবে কি কারনে এমনটা বলছে বা হয়েছে সেটা সম্পর্কে তার কিছুই জানা নেই, তিনি দাবি করেন ওই শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় তার জন্য উদ্যোগ নেবেন । এখন দেখার এ বিষয়ে আগামীতে কি ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। এ মুহূর্তে ওই দেহটিকে বেসরকারি হাসপাতালের মধ্যেই আটকে রেখে কাজ বন্ধ করে চলছে বিক্ষোভ।