ASANSOL

মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্ত চারজনের আসানসোল আদালতে আত্মসমর্পণ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ( Asansol Crime News ) ভ্যালেন্টাইন্ড ডে” তে  আসানসোলের হিরাপুর থানার ইসমাইলের অদূরে প্রেমনগরের বাসিন্দা চার যুবকের বিরুদ্ধে বাঁকুড়ার বিহারীনাথ পর্যটন স্থানে এক কিশোরীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠে। সেই ঘটনা নিয়ে আসানসোল ও দূর্গাপুরে তোলপাড় পড়ে। সেই মামলায় বুধবার আসানসোল আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে অভিযুক্ত চার যুবক আকাশ বিন্দ, অভিষেক বার্নওয়াল, চন্দন কুমার ও রোহিত রায় আত্মসমর্পণ করে। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় বা জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।


এই প্রসঙ্গে চার যুবকের আইনজীবী অভিজিৎ রায় ওরফে বাপি বলেন, পুলিশ তাদেরকে ১০ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলো। কিন্তু সেই  আবেদনে ত্রুটি থাকায় আদালতের বিচারক তা মঞ্জুর করেননি। তাদেরকে জেল হেফাজতে পাঠিয়েছেন। এদিন চারজনের জামিনের কোন আবেদন করা হয়নি। পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের আবেদনের ভিত্তিতে তা করা হবে। আইনজীবী আরো বলেন, এদিন ঐ কিশোরী ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছে।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এদিন হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর না হওয়ায়, পরে চার যুবকের জেলে থাকা অবস্থায় টিআই প্যারেড করানো যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে। তেমন হলে, আগে টিআই প্যারেডের মধ্যে দিয়ে সনাক্ত করিয়ে নেওয়ার পরে চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হবে।


প্রসঙ্গতঃ, ঘটনা জানাজানি হওয়ার পরেই অভিযুক্তদের গ্রেফতারের দাবি নিয়ে আসানসোলের বার্নপুর রোডে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল ১) অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধের পরে পুলিশ চারজনকে গ্রেফতার করার আশ্বাস দিলে বিধায়ক অবরোধ বিক্ষোভ তুলে নেন।


উল্লেখ্য, কিশোরীর মা আসানসোল মহিলা থানায় গোটা ঘটনার কথা জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় চারজনের বিরুদ্ধে মামলা করে। নির্যাতিতা কিশোরীকে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে দুর্গাপুরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। দুর্গাপুরের বাসিন্দা ঐ কিশোরীর মামাবাড়ি অভিযুক্ত যুবকদের বাড়ি এলাকায়। এক যুবকের সঙ্গে তার পরিচয় ছিলো। সেই সূত্রেই কিশোরী বিহারিনাথে যায় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *