ASANSOLKULTI-BARAKAR

প্রয়াগরাজ যাওয়ার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনা, গাড়িতে ট্রাকের ধাক্কা, মৃত ২, আহত ৬

বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রয়াগরাজে মহাকুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। এই ঘটনায় দুটি পরিবারের চার মহিলা সহ মোট ৬ আহত হয়েছেন। তারা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি জায়লো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। সেই সময় আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী বলেন , গাড়ি ৭০-৮০ স্পিডে চলছিল। একটি ট্রাক আমাদের গাড়িকে ধাক্কা মারে। তারপর আমাদের গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে।

এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫) ও
শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শান্তনুবাবুর ছেলে
সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখোপাধ্যায় , শৈলেনবাবুর স্ত্রী
রূম্পা বন্দোপাধ্যায়, শৈলেন বাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার ও চালক সোমনাথ চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক। কুলটি থানার খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
পুলিশ মৃতদেহগুলো আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।
এক পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, গাড়িটি প্রয়াজরাজ যাচ্ছিলো। সেই সময় কুলটির এই জায়গায় কোন একটি ট্রাক সেটিকে ধাক্কা মারে। তাতে এই ঘটনা। তাতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৬ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *