ASANSOL

আসানসোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ স্মৃতি স্মারকের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ*  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার আসানসোলের কন্যাপুর ভাষা মঞ্চের কাছে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ স্মৃতি স্মারকের উদ্বোধন হয়। এদিন হওয়া এক অনুষ্ঠানে এই স্মারকের উদ্বোধন  করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।  এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভাষা শহীদ স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক চন্দ্রশেখর কুণ্ডু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


এই অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, ভাষা মঞ্চের কাছে ভাষা শহীদদের স্মৃতি স্তম্ভ বা স্মারক তৈরী অত্যন্ত আনন্দের। এখামে একটি শেড তৈরির পরিকল্পনা করা হচ্ছে। আশা করা হচ্ছে যে আগামী বছরের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী সময়ে বাংলার বাংলাভাষী শিশুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবে। এর জন্য তিনি কন্যাপুর হাইস্কুলের প্রধান শিক্ষককে স্কুলে একটি পাঠাগার তৈরি করার অনুরোধ করেন। এর পাশাপাশি, তিনি একটি প্রতিযোগিতামূলক পাঠাগার তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেন।

তিনি বলেন,  পরবর্তী প্রজন্ম তাদের ভাষা আরও ভালোভাবে শিখুক। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি যখন কলেজে পড়তাম তখন তিনি দুটি ছোট পত্রিকার সাথে যুক্ত ছিলাম। তখন দেখেছি যে বাংলার তরুণরা কিভাবে তাদের কবিতা প্রকাশ করতে চায়। এর জন্য ছোট পত্রিকা প্রচারের প্রয়োজন। আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের সকলের শপথ নেওয়া উচিত যে আমরা আমাদের ভাষার প্রচার আরো বেশি করে করবো ও আমরা আমাদের সংস্কৃতি রক্ষার জন্য সর্বাত্মক সচেষ্ট হবো।ভাষা শহীদ স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক
চন্দ্রশেখর কুন্ডু বলেন, সবার সঙ্গে কথা বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একে রক্ষা করা আমাদের কর্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *