ASANSOL

আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, মেয়রকে স্মারকলিপি বাসিন্দাদের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ২২ নং ওয়ার্ডের কুমারপুর এলাকার বাসিন্দারা শুক্রবার কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির ব্যানারে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে এলাকার একটি পুকুর ভরাট নিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এদিন পুরনিগমের মেন গেটের সামনে কুমারপুরের বাসিন্দারা পুকুর ভরাটের বিরোধিতা করে স্লোগান দেন ও বিক্ষোভ দেখান। পরে তারা মেয়রের সঙ্গে দেখা করেন ও তাকে নিজেদের দাবি সম্পর্কে অবহিত করেন।


এই প্রসঙ্গে, কুমারপুরের বাসিন্দা গোবর্ধন মন্ডল ও অন্য লোকজনের বলেন, যে পুকুরটির কথা আমরা বলছি সেটা ১০০ বছরেরও বেশি পুরনো। কিন্তু এলাকার কিছু লোক হুমকি দিয়ে সেই পুকুর ভরাট করার চেষ্টা করছে। তারা বলেন, বেশ কিছু বছর আগে এই পুকুরে একটি খুনের ঘটনা ঘটেছিল। তার পরে পুকুরের চারপাশে একটি পাঁচিল তৈরি করা হয়েছিল। এখন পুকুরের দুই-তৃতীয়াংশ ভরাট করা হয়েছে। তারা আরো বলেন, কুমারপুর এলাকার মানুষ সেই পুকুরটি ব্যবহার করেন। যখনই তাদের বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়, তখন পুকুরের জল ব্যবহার করা হয়। কিন্তু এখন সেই পুকুরটি ব্যবহারযোগ্য নয়। এদিন মেয়রের কাছে কুমারপুরের মানুষেরা দাবি করেন যে পুকুর ভরাট বন্ধ করে ও আগের চেহারায় ফিরিয়ে দেওয়া হোক।

এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, কুমারপুরের মানুষেরা পুকুর সম্পর্কে আমার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। আমি স্পষ্টভাবে বলেছি যে কাউকে পুকুর ভরাট করতে দেওয়া হবে না। যদি এটা করা হয় তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এদিন সেখানকার মানুষেরা এই বিষয়ে আমার কাছে অভিযোগ করেছেন। তাদের অভিযোগ পুরনিগমের তরফে এটি তদন্ত করবেন। তিনি বলেন, পুকুরটির মালিক হোক করে দেখা হবে। সাধারণ মানুষদেরকে এই পুকুর ব্যবহার করা থেকে কেউ আটকাতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *