জিতেন্দ্র তেওয়ারিকে ঘিরে বিক্ষোভ অবৈধ বালি কারবারিদের, উত্তেজনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : অজয় নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ পেয়ে সরজমিনে এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি কে ঘিরে তুমুল বিক্ষোভের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো। শুক্রবার সকাল প্রায় এগারোটা নাগাদ জামুরিয়ার দরবারডাঙ্গা ঘাটে পরিদর্শনে যান জিতেন্দ্র তেওয়ারির সঙ্গেই বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী, সে সময়ই বেশ কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে ধাক্কাধাক্কি দিয়ে জিতেন্দ্র তেওয়ারি গো ব্যাক স্লোগান দিতে থাকে, এই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়।




পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। পরিস্থিতি উত্তেজনাময় হতে দেখেই পুলিশ দুই পক্ষকেই সামাল দেয়। এ মুহূর্তে জিতেন্দ্র তেওয়ারি ঘটনাস্থল ছেড়ে নন্দী এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে এদিন জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যে দাবি করেন যে কয়েকজন ব্যক্তিকে বিরোধীরা ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করিয়েছেন। যদিও তিনি তাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধে অসুবিধের বিষয়গুলি জানার পর ফিরে আসেন।
তিনি দাবি করেন যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের কারণে জল সমস্যা তীব্রতর হতে পারে এই বিষয়টিকে নজরে রেখেই যাতে এলাকায় সঠিকভাবে কাজকর্ম হয় ও জল সমস্যা যাতে কোন অসুবিধে না হয় সে বিষয়টি স্পষ্ট করতেই তিনি এলাকা পরিদর্শনে যান, তবে এ সকলের জন্য তিনি কারোর বিরুদ্ধে কোন অভিযোগ জানাতে চান না বলেই দাবি করেন।