ASANSOL

আসানসোল ডিআরএম অফিসের অস্থায়ী গাড়ি চালকদের আইএনটিটিইউসিতে যোগদান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল ডিআরএম অফিসের অস্থায়ী গাড়ি চালকেরা রবিবার রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগদান করেন। আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডে আসানসোল সাবডিভিশন মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন অফিসে এদিন এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া তাদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন।
এই প্রসঙ্গে রাজু আলুওয়ালিয়া বলেন, ডিআরএম অফিসে প্রায় ৬০ জন চালক আছেন যারা ঠিকাদারের অধীনে গাড়ি চালান। কিন্তু তাদের সাথে অবিচার করা হয়। তাদেরকে ন্যূনতম মজুরি দেওয়া হয় না ও নানা অজুহাতে টাকা কেটে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন যে, ঠিকাদাররা এই চালকদের মারধরও করেন। রাজু আলুওয়ালিয়া বলেন, এদিন থেকে ডিআরএম অফিসের সব চালক আইএনটিটিইউসিতে যোগদান করলেন। এখন থেকে যদি কোনও চালকের সাথে কোনও অবিচার করা হয়, তাহলে সংগঠন তা সহ্য করবে না।

তিনি বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি আবার একটি সভা করা হবে। সেই সভায় চালকদের সমস্যা নিয়ে আলোচনা করা হবে। পরে তা নিয়ে আসানসোলের ডিআরএমের সাথে একটি বৈঠক করা হবে। তার কাছে দাবি জানানো হবে যে, চালকদের সাথে যেন কোনও অবিচার না করা হয়। তিনি ঠিকাদারদের সতর্ক করে বলেন, যদি তারা কোনও চালকের সাথে কোনও অবিচার করে, তাহলে আইএনটিটিইউসির পক্ষ থেকে ডিআরএম অফিসের সমস্ত গাড়ি আটকানো ও অবরোধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *