BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্টে জয়ী কল্যা পঞ্চায়েত

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় তৃতীয় বর্ষের তিনদিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্টের এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল রবিবার লেফ্ট ব্যাংক ফুটবল ময়দানে।এই আকর্ষণীয় খেলাটি উদ্বোধন হয় শুক্রবার খেলার উদ্বোধন
করেন বারাবনির যুবনেতা মুকুল উপাধ্যায় সহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,তবে ফাইনাল খেলার বিশেষ বিশেষ অতিথি ছিলেন চলচিত্র জগতের নায়িকা সোনামনি সাহা ও মডেল অন্তরা পাল , অপর্ণা দে,বারাবনির বিধায়ক পত্নী সুচিস্মিতা উপাধ্যায় ।

তিনদিনের এই খেলায় মোট ১২টি দল অংশ গ্রহণ করেন।যার মধ্যে সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের দল এবং একটি লেফ্ট ব্যাংক ঋদ্ধি সিদ্ধ ক্লাবের দল অংশ নেন।এদের মধ্যে ফাইনাল খেলাটি হল আল্লাডি পঞ্চায়েত ও কল্যা পঞ্চায়েতের মধ্যে।হাড্ডা হাড্ডি খেলায় কল্যা পঞ্চায়েত প্রথম ব্যাট করতে নেমে 92 করে আল্লাডি পঞ্চায়েত কে 93 রানের টার্গেট ছুঁড়ে দেয়,যেখানে
আল্লাডি পঞ্চায়েত সমস্ত ওভার শেষে 12 রানে পরাজিত হয় ।
জয়ী কল্যা পঞ্চায়েত এর দলের হাতে 50 হাজার টাকা নগদ পুরস্কার সহ সুন্দর ট্রফি তুলে দেওয়া হয় এবং পরাজিত দলের হাতে 40 হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হয় ।তাছারা ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে একটি স্কুটি দেওয়া হয় ।একই সাথে আরো বিভিন্ন পুরস্কার খেলোয়াড় দের মধ্যে তুলে দেওয়া হয়। উপস্থিত প্রধান অতিথিরা এইসব পুরস্কার তুলে দেন ।

এদিন বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের
সভাপতি মহম্মদ আরমান ,
সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির ,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ, আসানসোল এর ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,
বড়বনী ব্লকের যুবনেতা মুকুল উপাধ্যায়,মহিলা তৃণমূল সভাপতি অপর্ণা রায়, সহ ব্লকের নেতৃত্বরা।এদিন খেলার উদ্যোক্তা মনোজ তেওয়ারি জানান প্রতি বছরের মত এই বছরও ব্লকের ১১টি পঞ্চায়েত ও একটি স্থানীয় দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আজ তার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল। এলাকার যুবকদের উৎসাহ বাড়ানোর জন্যেই এই খেলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *