DURGAPUR

ইভটিজিংয়ের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, পানাগড়ে মৃত্যু চন্দননগরের যুবতী

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুর : * চারচাকার মধ্যে থাকা যুবতীকে কটূক্তি পশ্চিম বর্ধমান জেলায় পানাগড়ের কয়েকজন মদ্যপ যুবকের। তাদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢুকতেই পথ দূর্ঘটনায় পড়লো  মৃত্য হলো এক যুবতীর। মৃতার নাম সূতন্দ্রা চট্টোপাধ্যায়। যুবতীর বাড়ি হুগলি জেলার চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায়।
পুলিশ ও  সূত্রে জানা গেছে,রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক সহ ৫ জন চন্দননগর থেকে গয়ার উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে । বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক একটি ছোট গাড়িতে করে তাদের কটূক্তি করতে করতে পানাগড় পর্যন্ত ধাওয়া করে। পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তাদের গাড়ি আটকানোর চেষ্টা করে মদ্যপ যুবকদের গাড়িটি। ওভারটেক করে সামনে চলে এসে ধাক্কা মারে।  ভয়ে চন্দননগরের ঐ ছোট গাড়ির চালক তার গাড়ি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেন।

এরপর ছোট গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ঐ ছোট গাড়িটি  রাস্তার ধারে শৌচাগারে ধাক্কা মেরে রাস্তার ধারে ব্যবসায়ীদের রাখা লোহার যন্ত্রাংশের উপর উল্টে যায়। তাতে গাড়িতে থাকা যুবতীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি চারজনই আহত হন। সেই সুযোগে মদ্যপ অবস্থায় ধাওয়া করা যুবকেরা তাদের গাড়ি সেখানে ফেলে পালিয়ে যায়। চন্দননগরের গাড়ির আহত চারাজনের মধ্যে  ২জনকে গুরুতর আহত অবস্থায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। দুটি গাড়িকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।

পিছু ধাওয়া করা গাড়ির নম্বর দেখে পুলিশের অনুমান, সেটি ঐ এলাকারই। সেই নম্বর খতিয়ে দেখে পুলিশ গাড়ির মালিক ও রাতে গাড়িতে কারা ছিলো, তা পুলিশ জানার চেষ্টা করছে। সোমবার সকালে যুবতীর মৃতদেহ  দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে হবে  পুলিশ জানায়। মৃত যুবতীর পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে দুর্গাপুরে আসছেন বলে জানা গেছে।
পুলিশের এক আধিকারিক বলেন, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *