RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে আয়ুষ-মেলার দ্বিতীয় দিনে পঞ্চায়েত মন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করলেন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার আয়ুষ-মেলার দ্বিতীয় দিনে রানীগঞ্জের রেলওয়ে ফুটবল ময়দানে হাজির হলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন তিনি একটি সুভেনিয়ার এর উদ্বোধন পর্ব সারলেন। এছাড়া ও মেলার মধ্যেই গড়ে ওঠা আয়ুস পদ্ধতির বিভিন্ন বিষয় সম্পর্কিত একটি প্রদর্শনী শালার উদ্বোধন করেন তিনি। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বর্তমান সময়ে আয়ুস পদ্ধতির প্রয়োজনীয়তার বিষয় প্রসঙ্গ ও কেন এই পদ্ধতিতে চিকিৎসা করা প্রয়োজন সেই প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে।

এদিনের এই কর্মসূচিতে প্রায় ৩৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা করানোর সাথেই আয়ুর্বেদ হোমিওপ্যাথ সহ বিভিন্ন ওষুধ সংগ্রহ করেন বিনামূল্যে। এই মেলার প্রাঙ্গণে এদিন বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে এদিন ত্রিশ জন প্রতিযোগী অংশ নেয় বসে আঁকো প্রতিযোগিতায়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয় মেলা প্রাঙ্গনে। মেলাটি আগামী শনিবার পর্যন্ত চলবে বলে জানা গেছে।

Leave a Reply